শনিবার, ১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফেনীতে সিজার অপারেশনের ৭ মাস পর প্রসূতির পেট থেকে গজ কাপড় উদ্ধার

ফেনী প্রতিনিধি : ফেনীর আল কেমি হাসপাতালে সিজার অপারেশনের সাত মাস পর এক প্রসূতির পেট থেকে এক ফুট লম্বা গজ কাপড় উদ্ধার করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, গত ৩ ফেব্রুয়ারি ছাগলনাইয়ার প্রবাসী মহিউদ্দিনের স্ত্রী ফরিদা ইয়াসমিন (৪০) প্রসবের জন্য আল কেমি হাসপাতালে ভর্তি হন। ওইদিন সিজারিয়ান অপারেশনটি করেন চিকিৎসক তাসলিমা আক্তার।

অপারেশনের পর থেকেই ফরিদা ইয়াসমিন দীর্ঘ সাত মাস ধরে তীব্র পেটব্যথায় ভুগছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার পেটে ফুলে থাকা শক্ত বস্তু শনাক্ত হয়।

পরে বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে ফেনীর আল বারাকা হাসপাতালে চিকিৎসক আজিজ উল্যাহ অস্ত্রোপচারের মাধ্যমে তার পেট থেকে ওই গজ কাপড় বের করেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার দায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।