বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৭ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি : ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ফেনী পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান। কল্যাণ সভায় ফোর্সের সার্বিক কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাটি সঞ্চালনা করেন ছাগলনাইয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তসলিম হুসাইন।

অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) খাইরুল বাশার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জয়া রায় চৌধুরী, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার নাহিল জাহান।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর, ফুলগাজী, পরশুরাম, দাগনভূঁইয়া, সোনাগাজী, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই, ডিবি, ডিএসবি ফেনীসহ জেলার পুলিশ লাইন্স, সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র ও পুলিশ ক্যাম্পের কর্মকর্তা ও ফোর্স সদস্যরা।

সভায় ফোর্সদের সমস্যা, পরামর্শ ও কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে এবং সেগুলোর সমাধানের প্রতিশ্রুতি দেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।