ফেনী প্রতিনিধি : ছোট ফেনী নদীতে বড়শিতে ধরা পড়েছে বিশালাকৃতির এক বোয়াল মাছ। রোববার সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর এলাকার বাসিন্দা জয়নাল আবেদিনের বড়শিতে মাছটি ধরা পড়ে।
জয়নাল জানান, প্রতিদিনের মতো তিনি বড়শি ফেলে মাছ ধরছিলেন। হঠাৎ বড়শি শক্তভাবে টান দিলে বোঝা যায় বড় কোনো মাছ ধরা পড়েছে। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর তিনি মাছটিকে নদী থেকে তোলেন। পরে ওজন করে দেখা যায়, বোয়ালটির ওজন ১২ কেজি।
এ ঘটনা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকেই মাছটি একনজর দেখতে জয়নালের বাড়িতে ভিড় করেন। স্থানীয়রা জানান, ছোট ফেনী নদীতে মাঝে মাঝে বড় সাইজের বোয়াল ধরা পড়ে, তবে ১২ কেজি ওজনের মাছ খুব একটা দেখা যায় না।
জয়নাল আবেদিন বলেন, “মাছ ধরাটা আমার শখ। এত বড় বোয়াল মাছ জীবনে প্রথম ধরেছি। এটা আমার জন্য অনেক আনন্দের।”
স্থানীয় বাজারে মাছটির দাম ধরা হয়েছে প্রায় ১৫ হাজার টাকা বলে জানা গেছে।