ফেনী প্রতিনিধি : ফেনী রেলওয়ে স্টেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার বিকেলে কেন্দ্র ঘোষিত “জুলাই অভ্যূত্থান আন্দোলন” উপলক্ষে বিশেষ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচির অংশ হিসেবে জুলাই শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দুস্থ, অসহায় ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান, ফেনী শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ এ সময় বলেন, “জুলাই অভ্যূত্থান আন্দোলনের শহীদদের আত্মত্যাগ স্মরণে আমাদের এ আয়োজন। তাঁদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় এ আয়োজন করা হয়েছে।”