বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৭ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফেনী সীমান্তে অর্ধকোটি টাকার মাদক ও নিষিদ্ধ ঔষধ জব্দ

ফেনী প্রতিনিধি : ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর একটি টহল দল বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মা-দ-ক ও নিষিদ্ধ ঔষধ জব্দ করেছে। শুক্রবার (২৭ জুন) সকালে সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিজিবির সূত্রে জানা যায়, ফেনীর সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় উৎপত্তির বিভিন্ন ধরনের মা-দ-ক দ্রব্য ও নিষিদ্ধ ঔষধসহ অন্যান্য চোরাই পণ্য জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৮৩ হাজার ৩৯০ টাকা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।