বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯ সফর, ১৪৪৭ হিজরি

ফের তেহরান-তেল আবিবে পাল্টাপাল্টি হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে ইসরায়েল। একই সময়ে ইরানের রাজধানী তেল আবিবেও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনী বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে। ইসরায়েলের কয়েকটি অঞ্চলে সাইরেন বাজিয়ে ইরানের ক্ষেপণাস্ত্রের বিষয়ে সতর্ক করা হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, ইরান কিছুক্ষণ আগে তেল আবিব ও অন্যান্য অঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে।

বিবিসির প্রতিনিধিরা বলেছেন, তারা প্রায় একই সময়ে ইরানেও একাধিক বিস্ফোরণের খবর পেয়েছেন। বিবিসির পার্সিয়ানের সংবাদদাতা ঘনচে হাবিবিয়াজাদ বলেছেন, ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানকার বাসিন্দারা এই শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন।

ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ বলেছে, ইসফাহানের পূর্ব ও উত্তরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করা হয়েছে। এর আগে, সোমবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) বলেছিল, ইসরায়েলি হামরায় ইসফাহানের একটি পরমাণু স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক ঘণ্টায় ইরান থেকে সর্বোচ্চ ১০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। কিছুক্ষণ আগে জর্ডানের রাজধানী আম্মানে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এসব ক্ষেপণাস্ত্র অধিকৃত পশ্চিম তীর ও তেল আবিবের আকাশে পৌঁছে যায়।

তবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র আঘাত হানার নিশ্চিত কোনও খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি। ইসরায়েলি চিকিৎসা ও জরুরি সেবা বিভাগ বলেছে, ইরানের হামলায় এখন পর্যন্ত কেউ আহত হননি। ক্ষেপণাস্ত্রের আঘাতের কোনও দৃশ্যমান প্রমাণও পাওয়া যায়নি।