বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১২ সফর, ১৪৪৭ হিজরি

বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে শরিফুলের ‘ফিফটি’

স্পোর্টস ডেস্ক :

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩৭ রানে হেরে গেছে বাংলাদেশ। দল হারলেও এই ম্যাচে দুর্দান্ত মাইলফলক স্পর্শ করে ফেলেছেন পেসার শরিফুল ইসলাম।

বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ উইকেট শিকারের মাইলফলকে পৌঁছান শরিফুল। বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে এই কীর্তি গড়েন ২৩ বছর বয়সী এই বাঁহাতি পেসার।

পাকিস্তানের ইনিংসের দ্বিতীয় আর নিজের প্রথম ওভারে স্বাগতিক দলের ফখর জামানকে মাত্র ১ রানে আউট করে সংক্ষিপ্ত ফরম্যাটে ৫০ উইকেট শিকারের স্বাদ নেন শরিফুল।

বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে উইকেটের ফিফটি হাঁকানোর তালিকায় আগে থেকে আছেন মাত্র তিনজন- সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।