বুধবার, ৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১১ সফর, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন গোলজারে নবী

অর্থনীতি ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন ড. মো. গোলজারে নবী। বৃহস্পতিবার তাকে এ পদে পদোন্নতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর আগে তিনি পরিচালক পদে কর্মরত ছিলেন।

‎‎ড. নবী ১৯৯৪ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগে যোগ দেন। এরপর দীর্ঘ চাকরি জীবনে মনিটারি পলিসি বিভাগ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি এবং চিফ ইকোনমিকস ইউনিট কাজ করেছেন।

‎তিনি রুটিন কাজের পাশাপাশি মূলধন বাজার, ইসলামী ব্যাংকিং, সুকুক, রেমিট্যান্স, ক্ষুদ্রঋণ, সঞ্চয়পত্র, কৃষিঋণ, ক্ষুদ্রঋণে মানিলন্ডারিং ঝুঁকি ও অন্যান্য বিষয়ের ওপর ১১টি সমীক্ষায় সক্রিয় অংশগ্রহণ করেছেন।

‎গোলজারে নবী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে অনার্সসহ মাস্টার্স এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক অর্থনীতি বিষয়ে এমএস ডিগ্রী অর্জন করেন। এছাড়া তিনি মালয়েশিয়ার সরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিস থেকে ইসলামী ব্যাংকিং বিষয়ে গবেষণা করে পিএইচডি (ফাইন্যান্স) ডিগ্রী লাভ করেন।

‎ড. নবী ফরিদপুর জেলার ভাংগা উপজেলার পুখুরিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।