রবিবার, ১০ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ সফর, ১৪৪৭ হিজরি

বাণিজ্য যুদ্ধের মাধ্যমে একঘরে হচ্ছে আমেরিকা : ডলারের আধিপত্য হ্রাসের প্রক্রিয়া ত্বরান্বিত

stack of one hundred dollars notes on dollars background

মুক্তবাণী অনলাইন :
একজন চীনা বিশেষজ্ঞ বলেছেন, মার্কিন শুল্ক যুদ্ধ বাণিজ্যিক লেনদেনে ডলারের আধিপত্য হ্রাসের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের বিরুদ্ধে একটি বিস্তৃত বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন। খবর পার্সটুডে’র।

পার্সটুডের তথ্য বলছে, সাংহাইয়ের ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটির সেন্টার ফর রাশিয়ান স্টাডিজের বিশেষজ্ঞ ঝেং রুনিউ এক বিশ্লেষণে বলেছেন- মার্কিন শুল্ক যুদ্ধ বিশ্বব্যাপী রিজার্ভ মুদ্রা হিসেবে মার্কিন ডলারের অবস্থানকে দুর্বল করবে এবং ডলারের আধিপত্য হ্রাসের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।

রুনিউ’র মতে, শুল্ক যুদ্ধ জোরদার হওয়ার প্রেক্ষাপটে মার্কিন ডলারের আধিপত্য নিয়ে উদ্বিগ্ন দেশগুলোর জন্য ঐক্য জোরদারের সুযোগ তৈরি হয়েছে। এসব দেশ ডলারের আধিপত্য কমাতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হবে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে চীন, রাশিয়া এবং ব্রিকস গ্রুপের অন্য দেশগুলোর মধ্যে ডলারকে বাদ দিয়ে লেনদেন করার সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন সহজতর হবে।

চীনা বিশেষজ্ঞ জোর দিয়ে বলেন, ডলারকে বাণিজ্যিক লেনদেন থেকে ঝেটিয়ে বিদায় করার পরিকল্পনা বাস্তবায়নের এটাই উপযুক্ত সময়।

এই প্রসঙ্গে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ব্যারি আইকেন গ্রিনও এক নিবন্ধে বলেছেন, ডলারের বিশ্বব্যাপী আধিপত্যের অবসান প্রত্যাশার চেয়েও তাড়াতাড়ি ঘটে যেতে পারে। তিনি আরও বলেন, আমেরিকা তার মিত্রদের পরিত্যাগ করেছে- এমন বক্তব্য যদি প্রতিষ্ঠা লাভ করে তাহলে ডলারের বৈশ্বিক অবস্থান অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে।

ইরানের অর্থনৈতিক বিশেষজ্ঞ আব্দুল মাজিদ শেইখি ডলারের আধিপত্য হ্রাস সম্পর্কে আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকা আস্থা হারানোর সাথে সাথে ডলারের আধিপত্য হ্রাসের প্রক্রিয়া তীব্রতর হবে। তিনি জোর দিয়ে বলেন, ট্রাম্পের নীতির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের ওপর নিজেই নিষেধাজ্ঞা আরোপ করে ফেলেছে। এর পরিণতি হলো তাদের মুদ্রার আধিপত্য হ্রাস।

ডয়চে ব্যাংকের মুদ্রা গবেষণা বিভাগের প্রধান জর্জ সারাভ্লোস বলেছে, এরিমধ্যে ক্ষতি হয়ে গেছে। বিশ্ব বাজার এখন রিজার্ভ মুদ্রা হিসেবে ডলারের কাঠামোগত আকর্ষণ পুনর্মূল্যায়ন করছে এবং ডলারের আধিপত্য দ্রুতই কমে যেতে পারে।

অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞ মনে করেন, ডলারের পতন কেবল অর্থনৈতিক বিষয় নয়, এটা রাজনৈতিকও। আমেরিকার বিচ্ছিন্নতাবাদী নীতি তীব্রতর হওয়ার সাথে সাথে এটি আরও ত্বরান্বিত হতে পারে।