নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম বলেছেন, বিএনপি দেশজুড়ে চাঁদাবাজি ও সহিংসতা বন্ধ না করলে, তাদেরও আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে। তবে তারা চাইলেও এটা বন্ধ হবে না। কারণ চাঁদাবাজি বন্ধ হয়ে গেলে বিএনপির ৯০ শতাংশ নেতাকর্মী আর দল করবেন না।
শনিবার রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পুরান ঢাকায় এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও নিন্দা জানাতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
তারিকুল ইসলাম বলেন, বর্তমানে চাঁদাবাজি হচ্ছে বিএনপির একমাত্র আয়ের উৎস। অন্তর্বর্তী সরকার বিএনপির ভয়ে কাতর হয়ে আছে। এই পরিস্থিতিতে কখনোই আমরা নির্বাচন প্রত্যাশা করতে পারি না। তাই বিএনপিকে সারাদেশে তাদের সহিংসতা বন্ধ করতে হবে। তা না হলে আওয়ামী লীগের মতোই বিএনপি এবং এর অঙ্গসংগঠনকে পরিণতি ভোগ করতে হবে।
যুবশক্তির সদস্য সচিব জাহেদুল ইসলাম বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এছাড়া প্রশাসনকে স্মারকলিপি দেওয়ার কথাও ভাবছেন তারা।