মুন্সীগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ শহরে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের নেতৃত্বে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সুপার মার্কেট এলাকায় এসে শেষ হয়।
র্যালিতে জেলার বিভিন্ন ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। পরে জেলা কার্যালয়ের সামনের সড়কে ভ্রাম্যমাণ মঞ্চে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান রতন বলেন, “আজ মুন্সীগঞ্জবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। তাদেরকে ধন্যবাদ জানাই এই র্যালিতে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল করার জন্য। আগামী নির্বাচনে দেশনায়ক তারেক রহমান যাকে ধানের শীষের যোগ্য প্রার্থী মনে করবেন, আমরা তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং বিজয়ী করব।”
তিনি আরও বলেন, “আমি গর্ব করে টেলিভিশনের টকশোগুলোতে বলতে পারি, আমার নেতাকর্মীরা কোনো চান্দাবাজি বা ধান্দাবাজির সঙ্গে জড়িত নয়। ধানের শীষের প্রতিটি গোড়ার মাটির সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত জড়িত। এর সঙ্গে বেগম খালেদা জিয়ার আজীবন সংগ্রাম এবং দেশনায়ক তারেক রহমানের অক্লান্ত পরিশ্রম জড়িত। তাই ধানের শীষের প্রশ্নে আমরা সবাই এক ও অভিন্ন থাকব।”
এ সময় আরও উপস্থিত ছিলেন—মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ, জিয়া শিশু কিশোর সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ সেলিম, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান ইকু, সাবেক থানা যুবদলের সাধারণ সম্পাদক শামসুল আলম সরকার, সাবেক যুবদল নেতা মোখলেসুর রহমান বকুল প্রমুখ।