সোমবার, ১১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৭ হিজরি

বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে দেশ পুনর্গঠন করতে হবে : নাহিদ ইসলাম

মুক্তবাণী অনলাইন : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পার হলেও কোন দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না। বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে দেশ পুনর্গঠন করতে হবে। তিনি বলেন বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রধান দাবি এ দেশের মানুষের।

শনিবার রাত সাড়ে ৮টায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির ৫ম দিনে নওগাঁয় পদযাত্রায় শহরের নওযোয়ান মাঠে তিনি এ মন্তব্য করেন। এর আগে শহরের বালুডাঙ্গা এলাকা থেকে পদযাত্রা শুরু করে এনসিপি।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের জনগণ ১৬ বছর ধরে ফাঁসিবাদ শেখ হাসিনা সরকার দ্বারা জুলুম, খুন, নির্যাতিত হয়েছে। গণঅভ্যন্থানের মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ, তরুন প্রজন্ম বিকল্প নেতৃত্ব হিসেবে গড়ে উঠেছে।

নাহিদ আরও বলেন, ৭১ সালে বাংলাদেশের মানুষ যে স্বাধীনতা এনেছিলো সে সুফল ভোগ করতে পারে। তাই শহিদদের রক্ত বেহাত হতে দেওয়া হবে না। দেশ নতুন করে স্বাধীন হয়েছে। এ স্বাধীনতাকে আমরাই রক্ষা করব। তবেই গণঅভ্যুত্থানের শহিদদের প্রকৃত মর্যাদা দেওয়া হবে।

সদস্য সচিব আখতার হোসাইন বলেন, এক বছর পার হলেও এখনো পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানের মামলার চার্জশিট আসেনি। যারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, গণহত্যা করেছে, সেই আওয়ামীলগকে বাংলাদেশে ফিরিয়ে এনে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা এ দেশকে ভালোবাসে তারা গণঅভ্যুত্থানের ২৪ কে গন্ডগোল করে আখ্যায়িত করছেন। ২৪ কে সংবিধানে স্বীকৃতির দাবী জানান তিনি।

পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।