রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
২১ রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব তোফায়েল মোল্লার ইন্তেকাল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টংগীর পাগার এলাকার প্রবীণ মুরুব্বি বিশিষ্ট সমাজসেবক ও ফকির মার্কেট জামে মসজিদের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব তোফায়েল মোল্লা সোমবার রাতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি ৩ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর ফকির মার্কেট জামে মসজিদে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের লাশ ফকির বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য যে, মরহুম তোফায়েল মোল্লা ৪৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেনের পিতা।
তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।