শনিবার, ১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিশিষ্ট সমাজসেবক মোয়াজ্জেম হোসেনের ইন্তেকাল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীর পাগার এলাকার বিশিষ্ট সমাজসেবক ও মাহমুদ-মোর্শেদ জামে মসজিদের মুতওয়াল্লি মো: মোয়াজ্জেম হোসেন শনিবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার সকাল ১০টায় ফকির মার্কেট জামে মসজিদে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের লাশ মন্ডল বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।