মুক্তবাণী রিপোর্ট ।।
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে এক বছরে রেকর্ড ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স-২০২৫ এ বাংলাদেশের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৬ ধাপ এগিয়ে ১৪৯- এ উন্নীত হয়েছে। বিগত ফ্যাসিস্ট শাসনে ৪৪ ধাপ অবনতির পর এবার বড় ধরনের উন্নতি করলো বাংলাদেশ। গত বছর অর্থাৎ ২০২৪ সালের মে মাসে প্রকাশিত মুক্ত গণমাধ্যম সূচকে বাংরাদেশের অবস্থান দাঁড়ায় ১৬৫ তে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকার ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার সময় বাংলাদেশের অবস্থান ছিল ১২১তম।
৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিকদের অধিকার নিয়ে সোচ্চার প্যারিসভিত্তিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার’ বা আরএসএফ প্রতিবছর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স প্রকাশ করে। আজ সকালে আরএসএফ’র ওয়েবসাইটে এ ইনডেক্স প্রকাশ করা হয়। আরএসএফ’র প্রতিবেদন অনুযায়ী এবার বাংলাদেশ মুক্ত সংবাদমাধ্যমের বিবেচনায় ১০০ নম্বরের মধ্যে ৩৩ দশমিক ৭১ নম্বর পেয়েছে। যা গত বছর (২০২৪) ছিল ২৭ দশমিক ৬৪। মুক্ত গণমাধ্যম সূচকে এবার প্রতিবেশী দেশ ভারতও কিছুটা উন্নতি করেছে। তাদের উন্নতি ৮ ধাপ। এবার ভারতের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৫১তম। বাংলাদেশের দুই ধাপ পেছনে। গত বছর ভারতের অবস্থান ছিল ১৫৯তম। অবশ্য দক্ষিণ এশিয়ার অপর দেশ নেপাল দু’বছর বড় ধরনের উন্নতি করার পর এবারের সূচকে ১৬ ধাপ অবনতি হয়েছে। গত বছরের ৭৪তম অবস্থান থেকে এবার পতন ঘটে ৯০ তম অবস্থানে নেমেছে। পাকিস্তানও গত বছরের তুলনায় ৬ ধাপ পিছিয়ে ১৫২ থেকে ১৫৮তে নেমেছে। শ্রীলংকা ১১ ধাপ এগিয়ে ধাপ ১৫০তম থেকে ১৩৯তম অবস্থানে উঠেছে। মালদ্বীপ ২ ধাপ এগিয়ে ১০৬ থেকে ১০৪তম হয়েছে। ভুটান ৫ ধাপ পিছিয়ে ১৪৭তম থেকে ১৫২ তে নেমেছে। যুদ্ধবিধ্বস আফগানিস্তান দীর্ঘদিন ধারাবাহিক অবনতির পর এবার ৩ ধাপ উন্নতি করেছে। তাদের অবস্থান ১৭৮ থেকে এগিয়ে ১৭৫তম।
এর আগে ২০২৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৩তম। আর ২০২২ সালে বাংলাদেশ ৩৬ দশমিক ৬৩ পয়েন্ট নিয়ে ১৬২তম অবস্থানে এবং ২০২১ সালে ৫০ দশমিক ২৯ পয়েন্ট নিয়ে ১৫২তম অবস্থানে ছিল।
২২ সালে ২১ বছরের ইতিহাসে বাংলাদেশ সবচেয়ে কম স্কোর পেয়ে ১৬২তম অবস্থানে পৌঁছে। ২০০৯ সালের পর থেকে এবারের বড় ধরনের উন্নতি ছাড়া ২০১৬ সালে ২ ধাপ উন্নতি করেছিল। আর কখনই গণমাধ্যম সূচকে উন্নতি করতে পারেনি। ২০১৬ সালে বাংলাদেশ ২০১৫ সালের তুলনায় ২ ধাপ উন্নতি করে ১৪৪তম অবস্থানে ছিল। পরের বছর অর্থাৎ ২০১৭ সালে আবার ২ ধাপ অবনতি হয়ে বাংলাদেশের অবস্থান হয় ১৪৬তম। ২০১৮ সালে বাংলাদেশের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। ২০১৯ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৫০তম। পরের বছর এটি ১৫১তম হয়, ২০২১ সালে ১৫২তম এবং ২০২২ সালে ১০ ধাপ পিছিয়ে হয় ১৬২তম।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর সূচক বিশ্লেষণ করলে দেখা যায়, ২০০৯ সাল থেকে ২০২৫ সালের মধ্যে কখনো তাদের উন্নতি হয়েছে, আবার কখনো অবনতি। একমাত্র বাংলাদেশেরই ২০১৬ সালে ২ ধাপ ছাড়া এবারই একসঙ্গে ১৪ ধাপের রেকর্ড উন্নতি হলো।
এমএ/এমআর