বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১২ সফর, ১৪৪৭ হিজরি

বেনাপোলে দাম্পত্য কলহে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

যশোর প্রতিনিধি : যশোরের বেনাপোলে পারিবারিক কলহের জেরে মনিরুজ্জামান (৫২) নামের এক ব্যক্তি নিজের স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
শনিবার (১৪ জুন) সকালে পোর্ট থানাধীন রঘুনাথপুর গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
নিহত মনিরুজ্জামান রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তার স্ত্রীর নাম রেহেনা খাতুন (৪৫)। তারা রঘুনাথপুর গ্রামেই বসবাস করতেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার দিন সেই কলহ চরমে পৌঁছালে মনিরুজ্জামান প্রথমে স্ত্রীকে গলাচিপে হত্যা করেন বলে সন্দেহ করা হচ্ছে। এরপর নিজে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পরপরই বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়ের লাশ উদ্ধার করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে লাশ দুটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য দুপুর ১২টায় প্রেরণ করা হয়েছে।
এদিক স্বামী স্ত্রীর মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এতে আরও গভীর কোনো কারণ থাকতে পারে।
অপরদিকে, নিহত ছেলে মাসুদ জানান, সকালে ঘুম থেকে উঠে দেখেন বাবা ও মা বাড়িতে নাই। পরে ঘর থেকে বের হলে বাবা মনিরুজ্জামানের লাশ বাড়ির উঠানে আমড়া গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বাড়ির পাশে ফাঁকা মাঠে মায়ের রেহেনার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। উভয়ের শরীরের একাধিক ক্ষত স্থান দেখা গেছে বলে জানান স্থানীয়রা।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর প্রকৃত ঘটনা জানা যাবে। বর্তমানে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।