বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
৯ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাদ দিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত বড় ধরনের ষড়যন্ত্র ও বৈষম্য’

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক পর্যায় পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাদ দিয়ে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনের সুযোগ একটি বড় ধরনের ষড়যন্ত্র ও নিস্পাপ কোমলমতি শিশুদের সাথে বৈষম্য ছাড়া অন্য কিছু নয়।
এ ধরনের হঠকারী ও বৈষম্যমূলক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেয়া হবে না। অবিলম্বে প্রাথমিক বৃত্তি পরীক্ষার জারিকৃত এসংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করে পূর্বের ন্যায় সরকারি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা নেয়ার জোর দাবি জানিয়েছেন বেসরকারি ও কিন্ডারগার্ডেন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সংগঠনের চেয়ারম্যান ইসকান্দর আলী হাওলাদারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের মহাসচিব মো: রেজাউল হক। তিনি বলেন, দেশে ৫০ হাজারের বেশি কিন্ডারগার্টেনে প্রায় ১ কোটিরও বেশি শিক্ষার্থী পাঠদান করছে। প্রাথমিক শিক্ষা প্রসারলাভে এসকল বেসরকারি প্রতিষ্ঠান গুলো অগ্রণী ভূমিকা পালন করে চলছে। এ অবস্থায় দেশের একটি বড় অংশের শিক্ষার্থীদের বাদ দিয়ে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষর্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা নেয়ার এ সিদ্ধান্ত কোনোভাবে যুক্তিসঙ্গত নয়। এটা অন্য শিক্ষার্থীদের হতাশ করা ও তাদের সাথে প্রতারণা ছাড়া অন্য কিছু নয়। বক্তারা আরো জানান, কর্তৃপক্ষকে এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত থেকে সরে এসে সবাইকে এ সরকারি বৃত্তি পরীক্ষা দেয়ার সুযোগ দিতে হাবে অন্যথায় সারাদেশে বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে। সম্মেলনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব নুরুজ্জামান কায়েস, লায়ন তাজুল ইসলাম নজরুল, আবুল কালাম আজাদ, শরিফুল ইসলাম আকন্দ, ডা: মো: হাসান আলী, মো: হাসানুজ্জামান খসরু, মো: ইশ্রাফিল হোসেন ও আলহাজ্ব আব্দুল মতিন।