বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যু : সুপ্রিম কোর্ট আধাবেলা বন্ধ

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে অর্ধদিবস কার্যক্রম স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। সোমবার সকালে এ ঘোষণা দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন।

আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সকাল ১১টা পর্যন্ত চলবে আপিল বিভাগ। আর দুপুর সোয়া ১টা পর্যন্ত চলবে হাইকোর্টের বিচারকাজ।

রোববার বিকেল ৪টা ১০ মিনিটে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এদিন বাদ এশা ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা হয়। আজ সকাল ১১টায় সুপ্রিম কোর্ট বারের প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা। বাদ জোহর তৃতীয় জানাজা হবে বায়তুল মোকাররম মসজিদে। এরপর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

দেশের একজন সুপরিচিত আইনজীবী ও বর্ষীয়ান ব্যক্তিত্ব ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তার মৃত্যুতে বিচার অঙ্গনে অপূরণীয় এক শূন্যতা তৈরি হয়েছে। একইসঙ্গে নেমে এসেছে শোকের ছায়া।