বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৭ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে এনসিপির নেতাদের সাক্ষাৎ

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে এনসিপির নেতাদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (১৬ এপ্রিল) হাইকমিশনারের সঙ্গে এনসিপির নেতাদের বৈঠকের তথ্য জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন।

হাইকমিশন জানায়, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক বৈঠকের অংশ হিসাবে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং অন্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৈঠকে বাংলাদেশকে যুক্তরাজ্যের সমর্থন এবং গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে পথ নিয়ে যাওয়া নিয়ে তারা আলোচনা করেন