বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৭ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভারতে যেভাবে ২৪২ যাত্রীকে নিয়ে আছড়ে পড়ল বিমান

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ যাত্রী নিয়ে আছড়ে পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। বিশালাকৃতির বিমানটি মাটিতে আছড়ে পড়ার ভিডিও প্রকাশ করেছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম।-সূত্র: এনডিটিভি

বিমানটি বিধ্বস্তের পরপরই সেখানে বিশালাকৃতির আগুনের কুণ্ডলি দেখা যায়। এরপর সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ১৭ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। এর কয়েক মিনিট পর এটি আছড়ে পড়ে।

বলা হচ্ছে, বিমানটি ৮২৫ ফুট উঁচু থেকে মাটিতে পড়েছে। দুর্ঘটনার পরপর বিমানবন্দরের দিকে যাওয়া একাধিক সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

হতাহত যাত্রীদের উদ্ধারে সেখানে পৌঁছে গেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়া অন্যান্য উদ্ধারকর্মীও সেখানে গেছেন।