বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১২ সফর, ১৪৪৭ হিজরি

‘ভারত পানিকে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে’

মুক্তবাণী অনলাইন ডেস্ক :

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ভারত পানিকে মারণাস্ত্র হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করছে। পৃথিবীর অন্য কোনো দেশ তার প্রতিবেশী দেশের সাথে এমন করে না।

ফারাক্কা দিবস উপলক্ষ্যে জিয়া পরিষদ যশোর আয়োজিত ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস ও আজকের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল যশোর প্রেসক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে তিনি আরও বলেন, পানি নিয়ে বিশ্বের অনেক দেশের সাথে তার প্রতিবেশী দেশের সমস্যা হলেও তার সমাধান হয়ে যায়। কিন্তু বাংলাদেশের সাথে ভারতের পানি নিয়ে বিবাদমান সমস্যার কোনো সমাধান হয় না। তাই দেশের এই জাতীয় স্বার্থে সকল নাগরিক এবং স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে ভারতে কাছ থেকে পানির ন্যায্যা হিস্যা আদায় করে নিতে হবে। পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যেতে হবে।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, ভারত জলপথ ও স্থলপথে আমাদের ওপর আগ্রাসন চালাচ্ছে। পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করে দেশকে মরুভূমিতে পরিণত করছে। আমাদের প্রাণ-প্রকৃতি জীব ও বৈচিত্র্য হুমকির মধ্যে পড়েছে। এমতাবস্থায় পরিবেশ আন্দোলন আরও জোরদার করতে হবে। পরিবেশবাদী সংগঠনগুলোকে জোরালো ভূমিকা রাখতে হবে। ফারাক্কা নিয়ে ভারত আমাদের সাথে যেটি করছে, তা বিশ্ববাসীকে জানিয়ে দিতে হবে।

তিনি বলেন, আজ ভারত আমাদের ওপর যে আগ্রাসন চালাচ্ছে এ থেকে পরিত্রাণ পেতে দরকার একটি জনগণের সমর্থনে গঠিত সরকার। যে সরকার জাতীয় স্বার্থে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারবে। ভারতের কাছ থেকে দেশের সকল দেনা-পাওনা আদায় করে নিতে পারবে।

জিয়া পরিষদ যশোর জেলা শাখার সভাপতি অধ্যাপক ফিরোজা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যড. মোহাম্মদ ইসহক।

বক্তব্য রাখেন লেখক ও গবেষক মফিজুর রহমান রুন্নু, অধ্যক্ষ পাভেল চৌধুরী, জিয়া পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন জিয়া পরিষদ যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম।