সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
১১ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভোট দিতে এসে ঢাবি শিক্ষার্থীদের যে আহ্বান জানালেন আবিদুল

নিজস্ব প্রতিবেদক : ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে গেছে। ইতোমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে লেগে গেছে ভোটারদের লাইন। ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানও চলে এসেছেন ক্যাম্পাসে, কিছুক্ষণের মধ্যেই ভোট দেবেন তিনি। তার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিশেষ আহ্বান জানিয়েছেন।

তিনি নিজের ভোট দেওয়া নিয়ে বলেন, ‘আমি আমার ভোটকেন্দ্র উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করব মাত্রই। যার কারণে আমার এখানে আসা। আমি এখনও ঢুকিনি। পরিদর্শনের পরবর্তী প্রতিক্রিয়ায় আমি জানাতে পারব সামগ্রিক পরিস্থিতি। শিগগিরই ভোটটা দেব।’

ডাকসু নির্বাচনের দিনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘ গণতন্ত্রের লড়াইয়ের কথাও তুলে ধরেন। তিনি আশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আজ দেশের ইতিহাসে গণতন্ত্রের একটি দৃষ্টান্ত স্থাপন করবে।

তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে আমরা দীর্ঘসময় ভোটাধিকার হরণ নিয়ে আমরা সংগ্রাম করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের একটি দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে আজকে।’

এরপর ডাকসুর ভোটারদের বিশেষ আহ্বান জানান তিনি। বলেন, ‘আপনারা কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বাসায় বসে থাকবেন না। আপনারা আসুন, ভোটকেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

তার আশা ডাকসুতে ভোটাররা নিজেদের বিবেক খাটিয়ে ভোট দিয়ে যোগ্য প্রার্থী নির্বাচন করবেন। আবিদুলের কথা, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আহ্বান জানাচ্ছি, একটা দীর্ঘ সময় পরে গণতন্ত্রের দ্বার উন্মোচিত হয়ে যাচ্ছে। ভোটাধিকার প্রয়োগের সুযোগ হচ্ছে। তারা তাদের বিবেককে খাটিয়ে যথাযোগ্য নেতৃত্বকে বেছে নেবেন। এটাই তাদের কাছে আকাঙ্ক্ষা।’