শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ সফর, ১৪৪৭ হিজরি

মহিলা দলের উঠান বৈঠক : ওয়াদুদ ভূইয়ার পক্ষে মাঠে নামার আহবান

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা দলের উঠান বৈঠকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ ওয়াদুদ ভূইয়াকে নির্বাচিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।
গত মঙ্গলবার বিকেলে উপজেলার কবাখালী ইউনিয়নের মুসলিম পাড়ায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। এখন থেকে মহিলা দলের নেতাকর্মীদের খাগড়াছড়ি আসনে বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে ধানের শীষে ভোট চাওয়ার আহবান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ান। এসয় তিনি বলেন, আমাদের আর বসে থাকার সময় নেই।
দীঘিনালা উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছা: মোর্শিদা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা মোছা: মনোয়ারা বেগমের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম, জেলা মহিলা দলের সহ-সভানেত্রী মারিয়ম আক্তার মনি, যুগ্ন সাধারণ সম্পাদক আকলিমা খানম, সাংগঠনিক সম্পাদক তাসলিমা সিরাজ, দীঘিনালা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোতালেব হোসেন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আব্দুল খালেক ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. লোকমান হোসেন প্রমূখ।