বুধবার, ২৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মাইলস্টোনের হৃদয়বিদারক ঘটনাকেও রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা চলছে : সারজিস

নিজস্ব প্রতিবেদক : উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে চাঁদপুরে শোক মিছিলের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

মঙ্গলবার রাতে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় সারজিস আলম বলেন, ‘যে পরিবার তাদের সন্তান হারিয়েছেন, তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নেই। পুরো জাতি আজ শোক বহন করছে, আমরা ছোট ছোট নিষ্পাপ ভাইবোনদের হারিয়েছি।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য যে আমরা গড়ে তুলেছি, তা যেন অটুট থাকে। এই হৃদয়বিদারক ঘটনাকেও রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা চলছে। এই রাজনৈতিক ব্যবহার যাতে করতে না পারে, সে জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘যারা এখন বার্ণ ইনস্টিটিউটে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন, অসহ্য যন্ত্রণায় চিৎকার করছেন। তাদের পরিবারের জন্যও আমাদের ভাষা নেই। আমরা আল্লাহর কাছে তাদের সুস্থতার জন্য প্রার্থনা করি।’

সারজিস আলম জানান, এই শোককে শক্তিতে রূপান্তর করতে চায় এনসিপি। সে লক্ষ্যে চাঁদপুর জেলায় কালো ব্যাজ ধারণ করে এবং কালো পতাকা হাতে শোক মিছিল করবো আমরা।

মিছিলটি চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে শুরু হয়ে স্থানীয় বাসস্ট্যান্ড পর্যন্ত যাবে। সেখানেই তিনি আন্দোলন ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বক্তব্য রাখবেন।

ভিডিও বার্তায় তিনি চাঁদপুরের ছাত্র-জনতা ও এনসিপির সহযোদ্ধাদের মিছিলে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।