বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯ সফর, ১৪৪৭ হিজরি

মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

পাবনা প্রতিনিধি :
পাবনা সদর উপজেলার গয়েশপুরে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আরেকজন আহত হন।

মঙ্গলবার (২০ মে) সন্ধ্যার আগে উপজেলার দক্ষিণ মাছিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ ছুম্মা খাতুন (৫০) দক্ষিণ মাছিমপুর গ্রামের খাজা প্রামাণিকের স্ত্রী। আহত একই গ্রামের ফরিদা খাতুন (৫৫)।

গয়েশপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান জানান, নিহত ছুম্মা খাতুন ও স্বামী খাজা অত্যন্ত পরিশ্রমী। বাড়িতে গরুর খামার করেছেন। এ খামারেই কাজ করছিলেন ছুম্মা খাতুন। এরপর ভারী বৃষ্টি নামার পর বাড়ি থেকে একটু দূরে মাঠে থাকা ছাগল আনতে যান তিনি। তার সাথে স্বামী খাজা ও বড় জা ফরিদা খাতুনও ছিলেন।

এ সময় হঠাৎই তার ওপর বজ্রপাত পড়লে বুকের একপাশ ছিদ্র হয়ে মারা যান তিনি। এ ঘটনায় তার স্বামীর কিছু নাহলেও জা ফরিদা খাতুন আহত হন। তিনি পাবনা জেনারেল হাসপাতালে চিকিসাধীন রয়েছেন।

এ ব্যাপারে ইউপি সদস্য আমিনুর রহমান বলেন, বজ্রপাত সরাসরি বুকে আঘাত হেনেছিলো বোধ হয়। ফলে বুকের একপাশ ছিদ্র হয়ে গিয়েছিলো। এ ব্যাপারে পুলিশকে অবহিত করলে তাদের কোনো আপত্তি না থাকায় জানাযা শেষে রাত তার লাশ দাফন করা হয়। নিহতের বড় জা বজ্রপাতের উচ্চ শব্দে কিছুটা আহত। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, সমস্ত প্রক্রিয়া শেষে তাকে দাফন করা হয়েছে বলে জেনেছি। বৃষ্টি বজ্রপাতের সময় সাবধানে থাকা উচিত সবাইকে।