শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৮ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মানবতাবিরোধী অপরাধের বিচার হবে ডিজিটাল প্রযুক্তি সমৃদ্ধ কোর্টরুমে

নিজস্ব প্রতিবেদক :

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন‍্য কোর্টরুমে ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি জানান, ট্রায়ালের যেকোনো পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যমে কিংবা সামাজিক মাধ‍্যমে প্রচারিত হতে পারবে।

উল্লেখ্য, জুলাই-আগস্টে নৃশংসতার ঘটনায় ১০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে ৩৩৯টি। প্রায় সব অভিযোগেই রয়েছে শেখ হাসিনার নাম। এছাড়া ২২টি মামলার বিপরীতে ১৪১ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। পরোয়ানা জারির পর গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন ৫৪ জন। আর এখনো পলাতক রয়েছেন ৮৭ জন। শিগগিরই ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হবে।