নিজস্ব প্রতিবেদক : মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গবেষণা জার্নাল ’মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্টাডিজ’ (এমআইইউএস) এর সাব-ডোমেইন mius.manarat.ac.bd উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে কম্পিউটারে বোতাম টিপে এ সাব-ডোমেইন উদ্বোধন করেন জার্নালের প্রধান সম্পাদক ও উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।
এ সময় একই সঙ্গে জার্নালের ৬ষ্ঠ ও ৭ম সংখ্যা অনলাইন এ সাব-ডোমেইনে উন্মুক্ত করা হয়।
এ সময় জর্নালের সহযোগী সম্পাদকবৃন্দ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহবুব আলম, সহযোগী সম্পাদক ড. শেখ হাবিবুর রহমান, সেন্টার ফর জেনারেল এডুকেশনের পরিচালক ও সহকারী সম্পাদক ড. আবু তালেব, ব্যবস্থাপনা সম্পাদক ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক ও স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. আবু আইয়ুব মো. ইব্রাহিম, ইংরেজি বিভাগের প্রধান তাসমিয়া মোসলেহউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
সাব-ডোমেইনে ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্টাডিজ’ (এমআইইউএস) এ বিভিন্ন সময়ে প্রকাশিত সংখ্যাগুলোর পিডিএফ কপি সন্নিবেশিত করা হয়েছে। আগ্রহী পাঠক, গবেষকবৃন্দ এর মাধ্যমে তার প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করার পাশাপাশি জার্নালের ৮ম সংখ্যায় দেশী-বিদেশী গবেষকবৃন্দ যারা নিজেদের গবেষণাকর্ম ছাপাতে ইচ্ছুক তাদের জন্য সম্পাদকমণ্ডলীর সদস্যবৃন্দের প্রয়োজনীয় নির্দেশিকাও জানতে পারবেন।
প্রসঙ্গত, এ বছরের ৩০ নভেম্বরের মধ্যে জার্নালের ৮ম সংখ্যার জন্য আগ্রহীরা গবেষণাকর্ম জমা দিতে পারবেন। গবেষণাকর্ম জমাদানের বিস্তারিত তথ্য সাব-ডোমেইন পাওয়া যাবে।