বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মালয়েশিয়ায় বাংলাদেশীসহ গ্রেফতার ৪০২

মালয়েশিয়া প্রতিবেদক : মালয়েশিয়ায় সিংগাপুর সীমান্ত সংলগ্ন রাজ্য জহরবারু কম্পিউটার কারখানা ও নেগারি সেম্বিলান রাজ্যে সাড়াঁশি অভিযান চালিয়ে বাংলাদেশী নাগরিকসহ ৪০২ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে দেশটির একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আটকদের মধ্যে ২৯৯ জন মিয়ানমারের নাগরিক, ৭২ জন বাংলাদেশী, ২২ জন ভারতীয়, তিনজন ইন্দোনেশীয়, দুইজন নেপালি এবং একজন করে পাকিস্তান ও ফিলিপাইনের নাগরিক রয়েছেন। বাকিরা অন্য দেশের নাগরিক।

জোহরবারু ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস বলেন, ‘জোহরবারুর একটি কম্পিউটার কারখানায় গত মঙ্গলবার অভিযান চালিয়ে ৩৫৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে এবং এ সময় কারখানার দুই মানবসম্পদ কর্মকর্তাকেও গ্রেফতার করা হয়েছে অবৈধ অভিবাসীদেরকে নিয়োগ দেয়ার অভিযোগে।’

তিনি আরো বলেন, ‘অভিযান পরিচালনার সময় এসব অবৈধ অভিবাসী পালানোর চেষ্টা করলে যৌথ আইন প্রয়োগকারী বাহিনী সংশ্লিষ্ট কম্পিউটার কারখানার সমস্ত প্রস্থান এবং প্রবেশপথ চারদিক থেকে ঘেরাও করে বন্ধ করে দেয়া হয়েছিল।’

এদিকে নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় একটি লৌহ কারখানায় পরিচালিত পৃথক অভিযানে ৪৬ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। আটক সবাই বাংলাদেশী নাগরিক।

সেম্বিলান রাজ্য ইমিগ্রেশন পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে চার ঘণ্টারও বেশি সময় ধরে পরিচালিত অভিযানে মোট ১১৭ জনকে যাচাই-বাছাই পরীক্ষা করা হয় এবং তাদের মধ্যে ১৮ থেকে ৪৩ বছর বয়সী ৪৬ জন বাংলাদেশীকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে দেশটির ইমিগ্রেশন আইন এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ অনুসারে তদন্ত করা হচ্ছে।