মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার চর মশুরা ও মধ্যচর রমজানবেগ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সোমবার বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযানে তিনটি মামলায় তিনজনকে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা ও জরিমানা করেন মুন্সীগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার।
তিনি জানান, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশ ও নদী তীরের ব্যাপক ক্ষতি হচ্ছে। এসব অনিয়ম বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌ পুলিশের সদস্যরা সহায়তা করেন।
প্রশাসনের এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে এবং তারা অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।