মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বুধবার বিকেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। স্থানীয় সরকার উপপরিচালক মৌসুমী মাহবুবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, শহিদ পরিবারের সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মুন্সীগঞ্জ পৌরসভা ও মিরকাদিম পৌরসভা। রোমাঞ্চকর লড়াই শেষে ট্রাইবেকারে জয়লাভ করে মিরকাদিম পৌরসভা।তারা এবারের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। হাজারো ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনায় ভরপুর এ ম্যাচ উপভোগ করেন দর্শনার্থীরা।
খেলার সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, “যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রেখে সুস্থ বিনোদনে যুক্ত রাখতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উল্লেখ্য, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এ টুর্নামেন্টে জেলার বিভিন্ন পৌরসভা ও উপজেলা পর্যায়ের দল অংশগ্রহণ করে।