শনিবার, ১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব: জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫ ফুটবলের উদ্বোধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি: তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শনিবার বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত “জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল ২০২৫”-এর উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং বিশেষ অতিথি হিসেবে যোগ দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোঃ মাহবুব-উল-আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা: নাজমা নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তারা, শহিদ পরিবারের সদস্যগণ এবং জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক দর্শক।
উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মুন্সীগঞ্জ জেলা ফুটবল দল ২-১ গোলে পরাজিত করে মাদারীপুর জেলা দলকে। উত্তেজনাপূর্ণ এ খেলায় স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ, হাজারো দর্শক উপভোগ করেন মাঠের দারুণ লড়াই।
সারাদেশব্যাপী হোম এন্ড অ্যাওয়ে পদ্ধতিতে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে দেশের তৃণমূল ফুটবলে নতুন প্রাণ সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেন অতিথিবৃন্দ।