বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৭ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মুন্সীগঞ্জে বিশ্ব শিশু দিবস ও প্রবীণ দিবস উদযাপন

মুন্সীগঞ্জ প্রতিনিধি: “স্থানীয় ও বিশ্বব্যাপী কর্মকাণ্ড পরিচালনাকারী বয়স্ক ব্যক্তিরা: আমাদের আকাঙ্ক্ষা, আমাদের মঙ্গল, আমাদের অধিকার” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার মুন্সীগঞ্জে “বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫” এবং আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয়েছে।

জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ ও জেলা সমাজসেবা কার্যালয়, মুন্সীগঞ্জের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রবীণদের ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আলাল উদ্দিন, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্রবীণ নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

বক্তারা বলেন, প্রবীণরা জাতির সম্পদ। তাঁদের অমূল্য জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করবে। তাঁরা সংকটে সমাজকে পথ দেখাতে পারেন এবং তরুণ প্রজন্মকে আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, প্রতি বছর ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসেবে পালিত হলেও, দুর্গাপূজার ছুটির কারণে প্রশাসনিক নির্দেশে এ বছর ৭ অক্টোবর মুন্সীগঞ্জে দিবসটি আনুষ্ঠানিকভাবে পালন করা হয়।