যশোর প্রতিনিধি : যশোরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত ও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের চারাতলা নবীনগর এলাকায় ও দুপুর দেড়টার দিকে শহরের শংকরপুর গোলপাতা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিহাব সিকদার(২৫) নড়াইল সদর উপজেলার দক্ষিণ নড়াইল গ্রামের জিল্লুর শিকদারের ছেলে।
অপর ঘটনায় আহতরা হলেন, শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার শহিদুল ইসলামের ছেলে সিফাত (১৬ ) ও একই এলাকার আরিফ হোসেনের ছেলে সিজান (১৮)।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিহাব সিকদার শুক্রবার দুপুরে মোটরসাইকেলে করে যশোর-বেনাপোল মহাসড়কে চারাতলা নবীনগর এলাকায় পৌঁছায়। এসময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়েলে পিছন থেকে আসা পিকআপ ট্রাক তাকে চাপা দেয়। তখন শিহাব ঘটনাস্থলেই নিহত হন।খবর পেয়ে নাভারন হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
অপরদিকে, মোটরসাইকেল করে সিফাত ও সিজান জুম্মার নামাজ পড়তে যাচ্ছিল। পথিমধ্যে শংকরপুর গোলপাতা মসজিদের সামনে পৌছালে অজ্ঞাতনামা ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে উভয়ই রাস্তার উপর পড়ে আহত হন। পরে স্থানীয় লোকজন আহত দুইজনকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভতি করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার বিচিত্র মল্লিক জানিয়েছেন, নিহত যুবককে ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এছাড়া আহত ২ যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।