বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৭ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

যারা সন্ত্রাসী কর্মকান্ড করছে,তাদের কোন ছাড় দেওয়া হবে না : কর্নেল মো. আব্দুল মোত্তাকিম

খাগড়াছড়ি প্রতিনিধি : চলমান নানা ঘটনা ও সহিংসতার বিষয়ে প্রেসব্রিফিং করেছেন, খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।
সোমবার বিকেলে জেলা সদরের স্বনির্ভর এলাকায় এক প্রেসব্রিফিং তিনি বলেন, আমরা এখানে পাহাড়ি-বাঙালি কোন ভেদাভেদ নেই।আমরা সকলে মিলে সকলের জন্য কাজ করছি। যারা সন্ত্রাসী কর্মকান্ড করছে। তাদের কোন ছাড় দেওয়া হবেনা।
শহরে সেনাবাহিনী, পুলিশ-আনসারের পাশাপাশি আমাদের বিজিবি সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করণে কাজ করছে।আমাদের ১০ প্লাটুন শহরের বিভিন্ন জায়গায় দিনে ও রাতে সার্বক্ষণিক টহল পরিচালনা করছে।
এ সময় ৩২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল কামরান কবির উদ্দিন, ৩২ বিজিবির সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান, সেক্টর সদর দপ্তরের সহকারী পরিচালক মো. ইউনুস আলীসহ অনান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।