বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ সফর, ১৪৪৭ হিজরি

যুদ্ধের কারণে ঘর ছাড়া কয়েক হাজার ইসরাইলি

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরাইলের হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ইয়েদিওত আহরোনোথ। আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মোট ৫,১১০ জনকে গৃহহীন হিসেবে চিহ্নিত করেছে, যার মধ্যে ৯০৭ জন রাজধানী এলাকা থেকে।

দিকে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য ইরানি হামলার ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্র কিছু বিমান ও জাহাজ সরিয়ে নিচ্ছে বলে রয়টার্সকে জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা।

এই পদক্ষেপ এমন সময়ে নেওয়া হয়েছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো স্পষ্ট করেননি যে যুক্তরাষ্ট্র ইসরাইলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে হামলায় যোগ দেবে কি না।