বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯ সফর, ১৪৪৭ হিজরি

রাঙামাটিতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

মুক্তবাণী অনলাইন :

রাঙামাটিতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
রাঙামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে তানজিনা আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া চৌদ্দ নম্বর বিলে কৃষি জমিতে কাজ শেষে বাসায় ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।

তানজিনা মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া ৮নং ওয়ার্ডের জামালপুর টিলার মোহাম্মদ হৃদয়ের স্ত্রী।

পরিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজও বিলে কাজ করতে যান তানজিনা। দুপুরে আকাশের অবস্থা খারাপ দেখে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। পথিমধ্যে বৃষ্টি শুরু হলে সঙ্গে বজ্রপাত হয়, তখনি তিনি অজ্ঞান হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত স্বরজিৎ দেব বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। আমাদের পুলিশ কাজ করছে। পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।