বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১২ সফর, ১৪৪৭ হিজরি

রাজধানীতে পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা

মাত্র কয়েক দিন আগেও যেখানে লাঠি হাতে অধিকার আদায়ে রক্তক্ষয়ী আন্দোলনে নেমেছিলেন শিক্ষার্থীরা, এবার মাঠে তাদেরই দেখা গেল ভিন্ন এক মানবিক চরিত্রে। যারা ছিলেন কলম হাতে নিজের সুন্দর জীবন গঠনের পথে, তারা এবার নামলেন তিলোত্তমা নগরী আর্বজনা মুক্ত করতে। সরকার পতনের পর দেশে চলমান অস্থিরতায় থাকা শিক্ষার্থীরা এখন মাঠে নেমেছেন নগর পরিচ্ছন্নতা অভিযানে। কি এক নির্মল দৃশ্য। যেন মন ছুঁয়ে যায়। বৃষ্টি আর রোদে পুড়ে কাজ করেছেন তারা।

বুধবার (৭ আগস্ট) ভোর থেকে রাজধানীর কয়েকটি স্থানে চলে দিনভর কর্মসূচি। পরিষ্কার অভিযানে যত্রতত্র ময়লা না ফেলতে সাধারণ মানুষকে অনুরোধও করেন তারা।