কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের পূর্বাঞ্চলের কুখ্যাত অস্ত্র চোরাকারবারি এবং বহু মামলার পলাতক আসামি শাহীনুর রহমান শাহীন ওরফে ডাকাত শাহীনের ডেরায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। ২৫ মে রবিবার ভোর ৪টার সময় রামু উপজেলার মাঝিরকাটা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে ডাকাত শাহীনের নবনির্মিত বাড়ি থেকে উদ্ধার করা হয় বিভিন্ন ধরনের ১৯ রাউন্ড রাইফেলের গুলি, একটি টাকা গোনার মেশিন, দুটি ধারালো দা, একটি ল্যাপটপ ও ছয়টি আইপি ক্যামেরা। অভিযান চলাকালিন সময় ডাকাত শাহীন বাড়িতে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাত শাহীনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭ টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ৯টি ডাকাতি ও ছিনতাই মামলা, ৪টি হত্যা মামলা, ২টি করে অস্ত্র ও মাদকদ্রব্য মামলা রয়েছে। এছাড়াও কয়েকটি সাধারণ ডায়েরি (জিডি) আছে।
র্যাব, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সমন্বয়ে পরিচালিত এই অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যৌথ বাহিনী জানিয়েছে, পলাতক শাহীনকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।