আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যাপী আরোপিত অধিকাংশ শুল্ক অবৈধ বলে রায় দিয়েছে একটি মার্কিন আপিল আদালত। শুক্রবার এই সিদ্ধান্তের মধ্যদিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসিভিত্তিক যুক্তরাষ্ট্রের ফেডারেল সার্কিট আপিল আদালত ৭ থেকে ৪ ভোটে রায় দিয়ে জানায়— ট্রাম্পের ‘পারস্পরিক শুল্ক’ এবং চীন, কানাডা ও মেক্সিকোর ওপর ফেব্রুয়ারিতে আরোপিত আলাদা শুল্ক— দুটোই ‘আইনের পরিপন্থী ও অবৈধ’।
রায়ের পক্ষে মত দেওয়া ৭ বিচারপতির ৬ জন ডেমোক্র্যাট আর একজন রিপাবলিকান আমলে নিয়োগপ্রাপ্ত। আর রায়ের বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবালিকান প্রশাসনের অধীনে নিয়োগ পেয়েছেন। অবশ্য, অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই।
হোয়াইট হাউসের দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদের ওপর চাপ বৃদ্ধি এবং বাণিজ্য চুক্তি পুনঃআলোচনায় বাধ্য করেছেন। এসব শুল্ক ট্রাম্প প্রশাসনকে কিছু বিষয়ে সহায়তা করলেও আর্থিক বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে।
আদালতের সিদ্ধান্ত অত্যন্ত পক্ষপাতদুষ্ট উল্লেখ করে নিজ মালিকানানাধীন ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, এই শুল্কগুলো উঠে গেলে দেশ সম্পূর্ণ বিপর্যয়ের মুখে পড়বে। তবে সর্বোচ্চ আদালতের সহায়তায় এই রায় উল্টে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।