শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

লন্ডনে ফিরে গেলেন জুবাইদা রহমান

মুক্তবাণী অনলাইন : শাশুড়ি বেগম খালেদা জিয়ার পাশে দুই সপ্তাহ থেকে ফের লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

আজ শনিবার সকাল পৌনে ৯টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন ডা. জুবাইদা রহমান।

বিএনপি’র মিডিয়া সেলের সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর স্বামী তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে আবার দেশে ফিরবেন ডা. জুবাইদা রহমান।

প্রায় এক মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অসুস্থ শাশুড়িকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে যুক্তরাজ্য থেকে গত ৫ ডিসেম্বর দেশে ছুটে আসেন ডা. জুবাইদা রহমান।

হাসপাতালে বেগম জিয়ার চিকিৎসার নানা দিক তত্ত্বাবধান করেন তিনি। 

তবে চিকিৎকদের পরামর্শে বিদেশ নিতে না পারায়, শাশুড়ির সঙ্গে দুই সপ্তাহ ছিলেন জুবাইদা রহমান। 

বর্তমানে বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

২০০৮ সালে দেশ ছাড়ার ১৭ বছর পর, প্রথমবারের মতো গত ৬ মে দেশে আসেন ডা. জুবাইদা রহমান।