বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১২ সফর, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে ভুট্টাখেতে মিলল নারীর মাথাবিহীন মরদেহ

জেলা প্রতিনিধি

লালমনিরহাট

৫ মার্চ ২০২৫, ২১:৪১

লালমনিরহাটে ভুট্টাখেত থেকে অজ্ঞাত এক নারীর (২৫) মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

বুধবার (৫ মার্চ) দুপুরে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ বামনটারী শ্বশান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গরুর ঘাস কাটতে গিয়ে স্থানীয় একজন শ্রমিক ভুট্টাখেতের আইলে মাথাবিহীন ওই নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দাদের জানান। মুহূর্তে সেখানে হাজারো মানুষের সমাগম ঘটে। তবে মাথা না থাকায় পরিচয় শনাক্ত করতে পারেননি তারা। খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। আশপাশের ভুট্টা ও তামাকখেতসহ বিভিন্ন ফসলের মাঠে খোঁজ করেও মাথা উদ্ধার করতে পারেনি পুলিশ। ক্লু উদ্ধার ও ঘাতক শনাক্ত করতে থানা পুলিশের সঙ্গে গোয়েন্দা ও সিআইডি পুলিশও মাঠে কাজ করছে।

আরও পড়ুন

তারা আরও জানান, ওই নারীর পরনে সবুজ রংয়ের সেলোয়ার, কালো রংয়ের বোরকা ও স্কার্ভ। হিল জুতা পাশে পড়ে রয়েছে। মরদেহের পাশেই পড়ে রয়েছে পুরুষের এক জোড়া সেন্ডেল ও মানকি টুপি। ঘাতকরা ধারালো অস্ত্র দিয়ে মাথা কেটে নিয়ে যায় বলে ধারনা করছেন স্থানীয় বাসিন্দারা।