সোমবার, ১১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৭ হিজরি

শান্তি চুক্তি আলোচনার মধ্যেই গাড়িবোমায় রুশ জেনারেল নিহত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে মস্কোয় পৌঁছেছেন। শুক্রবার তার এই সফরের মধ্যেই গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন ঊর্ধ্বতন এক রুশ জেনারেল। রাশিয়া কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে।-খবর বিবিসি’র।

রাশিয়ার গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মস্কোর বালাশিখা শহরে বোমায় গাড়ি উড়ে গিয়ে নিহত হন রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান অভিযান পরিচালনা অধিদপ্তরের উপ-প্রধান কমান্ডার জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক।

বাসার কাছে দাঁড় করিয়ে রাখা গাড়িতে বোমাটি পেতে রাখা হয়েছিল। সামরিক ওই কমান্ডার গাড়ির কাছে হেঁটে আসার পরই দূর থেকে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।

বিবিসি জানায়, রুশ এই কমান্ডার ছিলেন ক্রেমলিনপন্থি। তিনি রাশিয়ায় থাকা ইউক্রেইনীয়দের হামলার নিশানা হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

রাশিয়া গত বুধবার দিবাগত রাতে ইউক্রেইনের রাজধানী কিইভে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর রুশ সামরিক কমান্ডার হত্যার এ ঘটনা ঘটল।

তাছাড়া, কিইভে এই হামলার পরই ট্রাম্পের দূত উইটকফ রাশিয়া সফরে গেছেন পুতিনের সঙ্গে কথা বলতে। ট্রাম্প এর আগে তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে হামলা থামাতে বলে শান্তি চুক্তি করার আহ্বান জানিয়েছিলেন।

তারপরই তার পক্ষ থেকে রাশিয়ায় উইটকফের এই সফর। শুক্রবার দিনশেষে পুতিনের সঙ্গে উইটকফের বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বছর পুতিনের সঙ্গে এটি হতে চলেছে তার চতুর্থ বৈঠক।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেইন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে রাশিয়া প্রস্তুত। যদিও কিছু বিষয় এখনও সুরাহা করার আছে।

তবে ট্রাম্প বলেছেন, শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি এরই মধ্যে হয়েছে। আর আগামী কয়েকটি দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।