বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১২ সফর, ১৪৪৭ হিজরি

শাবির ভর্তি পরীক্ষার প্রশ্নে শহীদ আবু সাঈদ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

শাবি

১ মার্চ ২০২৫, ০৯:৪৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে প্রথমবারের মতো পাঁচটি বিভাগীয় শহরে পরীক্ষা নেয় শাবিপ্রবি। এবারের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় স্থান পেয়েছে জুলাই বিপ্লবে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ প্রসঙ্গ।


শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এবং বিকেলে দুই ধাপে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় জুলাই বিপ্লব নিয়ে দুটি প্রশ্ন ছিল। একটি প্রশ্নে জানতে চাওয়া হয়, জুলাই বিপ্লব ২০২৪-এর প্রথম শহীদ কে? (A) মুগ্ধ (B) রুদ্র সেন (C) আবু সাঈদ (D) ফয়সল আহমেদ। অন্য প্রশ্নটি ছিল, জুলাই বিপ্লব ২০২৪-এর অন্যতম স্লোগান কোনটি? (A) স্বৈরাচার নিপাত যাক (B) চল চল ঢাকা চল (C) কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল কররে লোপাট (D) কোটা না মেধা? মেধা মেধা!


পরীক্ষায় অংশ নেওয়া একাধিক পরীক্ষার্থী এসব তথ্য নিশ্চিত করেছেন।

‘বি’ ইউনিটের পরীক্ষা সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। বেলা ৩টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাতে শাবিপ্রবি কেন্দ্রে ৬২৭০ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়।

শাবি কেন্দ্রে ‘বি’ ইউনিটে (বিজ্ঞান, কলা ও বাণিজ্য) ৬ হাজার ৯৮৩ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়।

উপস্থিতির বিষয়ে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক জানান, আমাদের শাবিপ্রবি কেন্দ্রে কতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে, সেটা পরবর্তীতে জানা যাবে। এ ছাড়া ভর্তি পরীক্ষায় কোনো শিক্ষার্থীর অসদুপায় অবলম্বনের প্রমাণ পাওয়া যায়নি।

জুবায়েদুল হক রবিন/এএমকে