বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৬ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ, হংকংয়ের কাছে ৪-৩ এ হার

স্পোর্টস ডেস্ক:

চেষ্টার কোনো কমতি ছিল না। জাতীয় স্টেডিয়ামে সমর্থকদের মুখে হাসি ফোটাতে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছিল বাংলাদেশ দল। লড়াই করেছে শেষ মুহূর্ত পর্যন্ত। কিন্তু জয় ধরা দেয়নি। এশিয়ান কাপ বাছাইয়ের নাটকীয় ও রোমাঞ্চকর ম্যাচে হংকংয়ের কাছে ৪-৩ গোলে হেরে গেছে জামাল ভূঁইয়ারা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল মুহূর্তে মুহূর্তে রঙ বদলানো, উত্তেজনায় ভরপুর। শুরুটা ছিল আশাজাগানিয়া। নবম মিনিটে রাকিব হোসেনের ক্রস থেকে কর্নার আদায় করে নেয় বাংলাদেশ। এরপর ১৩তম মিনিটে ফ্রি-কিক থেকে জোরালো শটে গোল করেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী। তার শট হংকংয়ের এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হংকং কোচ অ্যাশলে ওয়েস্টউড মন্তব্য করেছিলেন, “হামজা আমার দলের হলে বেঞ্চে বসে থাকতেন।” মাঠে সেই মন্তব্যের জবাব যেন গোল দিয়েই দিলেন হামজা।

৪২তম মিনিটে হংকংয়ের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে যোগ করা সময়ের শেষ মিনিটে কর্নার থেকে গোল করে ম্যাচে সমতা ফেরায় হংকং। গোলদাতা ছিলেন এভারটন কামারগো। ১-১ গোলে ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রাজিলিয়ান রাফায়েল মেরকিসের গোলে লিড নেয় হংকং। গোল হজমের পর বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা একাদশে পরিবর্তন আনেন। মাঠে নামান সামিত সোম, জামাল ভূঁইয়া ও ফাহমিদুল ইসলামকে।

৭৪তম মিনিটে আবারো গোল করেন রাফায়েল মেরকিস। ৩-১ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে হাল ছাড়েনি স্বাগতিকরা। ৮৪তম মিনিটে জামাল ভূঁইয়ার ফ্রি-কিক থেকে বল পেয়ে শট নেন ফাহমিদুল। হংকং গোলরক্ষক তা ঠেকাতে পারলেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। সুযোগ কাজে লাগিয়ে জালে বল পাঠান শেখ মোরসালিন। স্কোরলাইন দাঁড়ায় ৩-২।

৯০ মিনিট শেষে রেফারি অতিরিক্ত ৯ মিনিট সময় দেন। ৯৮তম মিনিটে মোরসালিনের কর্নার থেকে হেডে গোল করেন সামিত সোম। জাতীয় দলের জার্সিতে এটি ছিল তার প্রথম গোল। ম্যাচে ফেরে ৩-৩ সমতা।

তবে শেষ মুহূর্তে আবারো অঘটন। কিক-অফ থেকে বল পেয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রাফায়েল মেরকিস। সেই গোলেই ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে হংকং। হতাশায় মাঠেই লুটিয়ে পড়েন হামজা, জামালসহ বাংলাদেশ দলের খেলোয়াড়রা।

এই হারে চলতি বাছাইপর্বে এখনো জয়হীন বাংলাদেশ। ভারতের বিপক্ষে ড্র দিয়ে শুরু করা দলটি সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছিল আগের ম্যাচে। হংকংয়ের বিপক্ষে হার দিয়ে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেল তারা।

তিন ম্যাচে ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে অবস্থান করছে বাংলাদেশ। বাকি রয়েছে আরও তিনটি ম্যাচ। কাগজে-কলমে মূল পর্বে যাওয়ার সম্ভাবনা থাকলেও বাস্তবতা এখন অনেক কঠিন জামাল ভূঁইয়াদের জন্য।