সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
১১ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শ্রেষ্ঠা তঞ্চঙ্গার অভিযোগকে ‘কাঁচা নাটক’ বললেন ওসমান হাদি

নিজস্ব প্রতিবেদক : চাঞ্চল্যকর এক অভিযোগ তুলেছেন উমামা ফাতেমার ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা। অভিযোগে তিনি বলেছেন, ভোটার ভোট দিতে গিয়ে দেখেন আগে থেকেই পেপারে সাদিক কায়েম ও এস এম ফরহাদের ব্যালটে ‘ক্রস’ দেওয়া।

মঙ্গলবার ভোট চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ড. নাসরিন সুলতানা বলেন, ব্যালট পেপার নিয়ে বুথে ঢোকার পর এমন অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নেই।

রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গার অভিযোগ, তার পরিচিত ভোটার লাবু রাখাইন বুথে গিয়ে ভোট দিতে গিয়ে দেখেন- সেখানে পূর্বেই সাদিক কায়েম এবং এস এম ফরহাদের পক্ষে ক্রস দেওয়া হয়ে গেছে। তিনি জানান, টিএসসি ভোটকেন্দ্রের টেবিল নম্বর ১-এ এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ড. নাসরিন সুলতানা বলেন, ‘অভিযোগের পর আমরা সবগুলো ব্যালট পেপার চেক করেছি। কোথাও এমন সমস্যা পাইনি। অভিযোগকারী ব্যালট পেপার হাতে নিয়েই এটি বলতে পারবেন। কিন্তু তিনি বুথে গিয়ে কিছুক্ষণ থেকে তারপর ফিরে এসেছেন। তাই এমন অভিযোগ নেওয়ার কোনো সুযোগ নেই। তারপরও আমরা তাকে একটি ফ্রেশ ব্যালট পেপার দিয়েছি।’

ড. নাসরিন সুলতানা আরও বলেন, ‘আমাদের ইতোমধ্যে ৫০ শতাংশ ভোট কাস্ট হয়ে গেছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এটি করা হতে পারে। অথবা ওই শিক্ষার্থীই ভুল করেছে।’

এদিকে অভিযোগের বিষয়টিকে খুবই ‘কাঁচা নাটক’ বলে অভিহিত করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক মুখপাত্র শরিফ ওসমান হাদি।

তার ভাষায়, ‘আগে টিক দেওয়া ব্যালট বাক্সে না ফেলে শিক্ষার্থীর হাতে কেন দিবে? ধরা খাওয়ার জন্য? খুব কাঁচা নাটক হয়ে গেলো না?’

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

এর আগে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘যাদের ঠকা কনফার্ম হইছে, তারা জলদি ‘সম্মিলিত বয়কট পর্ষদ’ ঘোষণা করেন। দুইটার মধ্যেই। কুইক।’

সর্বশেষ ২টা ২১ মিনিটে দেওয়া পোস্টে তিনি ঢাবি শিক্ষার্থীদের ভোটদানের আহ্বান জানিয়ে বলেন, ‘ঢাবির ভাই-বোনেরা, আপনারা যারা এখনো ভোট দেন নাই, জলদি গিয়ে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আসুন। ডাকসু বানচাল রুখে দিন’।