বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সংসদ নির্বাচন আয়োজনে ডিসেম্বরের মধ্যে সার্বিক প্রস্তুতির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ডিসেম্বরের মধ্যে সার্বিক প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (৯ জুলাই) রাতে রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে বলেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে হওয়া কিছু অগ্রগতি নিয়ে এই সংবাদ সম্মেলন ডেকেছিল প্রেস উইং।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত আছেন।