নিজস্ব প্রতিবেদক : সমমনাদের সঙ্গে নিয়েই বিএনপি ৩১ দফা বাস্তবায়ন করতে চায়। বৃহস্পতিবার গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
এদিন বিকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিঁয়াজো কমিটির সঙ্গে গণঅধিকার পরিষদের এ বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংসদ নির্বাচনসহ নানা ইস্যুতে আলোচনা হয়।
বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে আমির খসরু আরো বলেন, দু’পক্ষই অত্যন্ত সন্তুষ্ট যে, ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনক্ষণ মোটামুটি একটা ঘোষণা আসছে। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে আমরা আগামী দিনে কীভাবে এগিয়ে যাবো, এখানে নির্বাচনী কর্মকাণ্ড আছে। নির্বাচন না হওয়া পর্যন্ত তার আগেও আরও কিছু কর্মকাণ্ড আছে। তাছাড়া আমাদের ৩১ দফা, সেটা আমরা কীভাবে ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করবো, এই আলোচনাটাই হয়েছে।
আমির খসরু বলেন, বিগত দিনে আন্দোলনে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, আগামী দিনগুলোতেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নির্বাচন, নির্বাচন পরবর্তী সময়, সংস্কার এবং ৩১ দফা বাস্তবায়ন করবো।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে যে আলোচনা হচ্ছে, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হয়েছে- আমাদের সঙ্গে যারা দীর্ঘ সময় আন্দোলন করেছে এবং যারা ত্যাগ স্বীকার করেছে, তাদেরকে আমাদের যত অগ্রগতি হয় সেগুলো আমরা শেয়ার করি এবং সিদ্ধান্ত নেই। আজকে লন্ডন বৈঠকের বিষয়ে আমরা শেয়ার করেছি।
সংস্কার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নাই। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলেছেন- প্রায় সব রাজনৈতিক দলের মধ্যে একটা ঐকমত্য আছে, সেটা হচ্ছে- ঐকমত্যের পরিপ্রেক্ষিতে যে কয়েকটা সংস্কার করা সম্ভব, সেই কয়েকটি সংস্কার হবে। তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই।
বিএনপি’র স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, বিচার বিভাগ এ ব্যাপারে একটা সিদ্ধান্ত দিয়েছে, পরিষ্কার সিদ্ধান্ত- ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে বিচার বিভাগ সিদ্ধান্ত দিয়েছে। নির্বাচন কমিশন সেটার উপর অনুমোদন করে তাদের মতামত পরিষ্কারভাবে বলে দিয়েছে। সুতরাং আইনগতভাবে তার মেয়রের দায়িত্ব নেওয়ার কথা। দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইনের শাসনে যদি বিশ্বাস করে থাকি তাহলে ইশরাকের দায়িত্ব নেওয়াটা খুবই স্বাভাবিক। আর আমরা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।
আমির খসরু ছাড়াও এ বৈঠকে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন। অন্যদিকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বৈঠকে দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, উচ্চতর পরিষদের সদস্য খালিদ হোসেন ও হাবিবুর রহমান রিজু উপস্থিত ছিলেন।