সোমবার, ৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
১১ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে এবি পার্টি’র শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানের মা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবি পার্টি।

এক শোকবার্তায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, অধ্যাপিকা মাহমুদা বেগম ছয় দশকের বেশি সময় ধরে শিক্ষকতা পেশায় যুক্ত থেকে দেশের শিক্ষা ও সমাজ উন্নয়নে আলো ছড়িয়ে গেছেন । তিনি সর্বশেষ দৈনিক আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান ছিলেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন।

নেতৃবৃন্দ বলেন, এই মহিয়সী নারী বিগত স্বৈরাচার আওয়ামী সরকারের সময় শুধুমাত্র মাহমুদুর রহমানের মা হওয়ার কারণে মিথ্যা মামলা ও হয়রানির শিকার হন।

নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তার পরিবারসহ অসংখ্য গুণগ্রাহীর প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।