শনিবার, ১২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সরকার ব্যর্থ, জুলাই ঘোষণাপত্র আমরাই দেব : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারের জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিশ্রুত মেয়াদ শেষ হয়েছে। সরকারের জায়গা থেকে কোনো পদক্ষেপ দেখিনি। সরকার ব্যর্থ হয়েছে। তাই আমরাই জুলাই ঘোষণাপত্র দেব।

রোববার (২৯ জুন) রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় জুলাই গণআন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করেন নাহিদ ইসলাম।

তিনি জানান, ১-৩০ জুলাই পর্যন্ত সারা দেশব্যাপী জুলাই পদযাত্রা করবে এনসিপি। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নামে তারা এই পদযাত্রা করবে।