খাগড়াছড়ি প্রতিনিধি : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রæত গ্রেফতারপূর্বক বিচার দাবিতে খাগড়াছড়িতে পেশাজীবি সাংবাদিকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বৃস্পতিবার (৮ আগস্ট) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করেন।
সমাবেশে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য,সাধারন সম্পাদক এইচ এম প্রফুল্ল, সহ-সভাপতি জহুরুল আলম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস ও সহ-সভাপতি কানন আচার্য ও খাগড়াছড়ি প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক সমীর মল্লিক সহ অন্যান্য সংবাদকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা ফ্যাসিষ্ট শেখ হাসিনা মুক্ত বাংলাদেশেও সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা গণমাধ্যম ও মুক্ত চিন্তার ওপর নগ্ন হামলা চালিয়েছে। এই হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে নামবে।
সমাবেশে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশে মতপ্রকাশে স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান। বিক্ষোভ মিছিলে খাগড়াছড়ির বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।